দেবনাথ মোদক, বাঁকুড়াঃ এবার সংবাদপত্র পরিবহনের গাড়িতে হামলা। হামলা চালিয়ে চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা ও মোবাইল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে বাঁকুড়ার খাতড়া থানার সুপুরের কাছে রাঙামাটির জঙ্গলে কালী মন্দির সংলগ্ন এলাকায়।
অন্যান্যদিনের মতোই এদিন ভোরে বিভিন্ন সংবাদপত্র নিয়ে বাঁকুড়া থেকে খাতড়া যাচ্ছিলেন বাঁকুড়ার সংবাদপত্র ব্যবসায়ী রাজীব কুন্ডু। বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়কে রাঙামাটি জঙ্গলের কাছাকাছি পৌঁছাতেই একটি স্করপিও গাড়ি আচমকাই তাঁর গাড়িকে ওভারটেক করে রাস্তার উপর আড়াআড়ি দাঁড় করিয়ে দেয়। স্করপিও থেকে ৪-৫ জন দুষ্কৃতি মুখ ঢেকে নেমে রাজীব কুন্ডুর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে তাঁকে মরধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে ফের গাড়ি চেপে চম্পট দেয়। পরে জগৎপুরের কাছে স্থানীয় এক ব্যাক্তি খোয়া যাওয়া মোবাইল ফোনটি কুড়িয়ে পেয়ে রাজীব কুন্ডুকে ফেরত দেন। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে খাতড়া থানার পুলিশ।
Social