টুডে নিউজ সার্ভিসঃ আবগারি মামলায় অন্তর্বর্তী জামিন পেল আপ সুপ্রিমো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। ২ জুন ফের আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
আইনজীবী শাদান ফারাসত জানিয়েছেন, জামিনে থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল কী বলবেন না বলবেন, তা নিয়ে কোনও বিশেষ নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের এই রায়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স মাধ্যমে পোস্ট করে রায়কে স্বাগত জানিয়েছেন তিনি। গত ২১ মার্চ আবগারি মামলায় গ্রেফতার করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে।
তাঁর তরফে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি আর্জি জানিয়েছিলেন যাতে ৪ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
Social