টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার বর্ধমান শহরের খাগড়াগড় মোড় এলাকায় এক বেসরকারী নার্সিংহোমে বিরুদ্ধে। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই রোগীর বলে দাবি মৃতে পরিবার-পরিজনের। মৃতের নাম বলরাম মেটে (২৫), বাড়ি পূর্ব বর্ধমানের খালেরপুল মোরকাঠি এলাকায়।
মৃতের দাদার জানান, বুকে যন্ত্রণা নিয়ে ভাইকে নিয়ে আসা হয় একটি বর্ধমানের এক বেসরকারি নার্সিংহোমে। ভর্তিও নিয়ে নেওয়া হয়। ডাক্তার না থাকা অবস্থায় চারটে ওষুধ খাওয়ানো হয় ভাইকে, ঠিক তার আধাঘন্টা পর আমাদের ডাকা হয় এবং বলা হয় নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে, যে রোগীর অবস্থা ভালো নয় অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আশ্চর্য্যের বিষয় আমাদের না জানিয়ে গেটের বাইরে রোগীকে নিয়ে চলে আসে। আমরা গায়ে হাত দিয়ে দেখি রোগীর প্রাণ নেই! আমরা যখনই জিজ্ঞাসা করেছি তখনই বলেছেন ডাক্তারবাবু দেখছেন। শেষমেষ ভাইয়ের প্রাণ চলে গেল। আমরা এর বিচার চাই। আমরা এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করব।
ওই নার্সিংহোমের এক কর্মকর্তা শেখ আব্দুল গাফ্ফার জানান, ডাক্তারবাবু এখানেই বসেছিলেন কিন্তু ডাক্তারবাবুকে ডাক্তার মানতেই নারাজ রোগীর পরিবার পরিজনরা। রোগীর পরিবার অনেক কথাই বলবে আমরা যথেষ্ট সহযোগিতা করেছিলাম।
Social