টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গোয়াল ঘর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ লক্ষাধিক টাকা। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার পুলিশ অভিযান চালায় মেমারী চকদিঘি মোড়ে কৃষ্টি প্রেক্ষাগৃহের পেছনে একটি বসত বাড়ির গোয়াল ঘরে যেখান থেকে উদ্ধার হলো ৪৭ কেজি গাঁজা ও নগদ ৪১ লক্ষ টাকা। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
এই বিষয়ে বুধবার সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী জানান, ওই মহিলার নাম সঙ্গীতা সাহানি, ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বাড়িটিকে সিল করা হয়েছে। এর আগেও সঙ্গীতা সাহানির মাকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা। ধারণা করা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে এই গাঁজা খুচরো ও পাইকারি মূল্য ছড়িয়ে দিতো তারা। এই চক্রের সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা, কোথা থেকে গাঁজা আসত, কোথায় বিক্রি করা হত পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হবে।