Breaking News

স্বামীজির জন্মদিবস পালন

 

গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ‌ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি-র নির্দেশে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিবসে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন শোভাযাত্রাটি শুরু হয় দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেস কার্যালয় (শীতলাতলা, দাঁইহাট বাজার)  থেকে এবং শেষ হয় স্বামী বিবেকানন্দের  আবক্ষ মূর্তি (কালিদাস শিশু উদ্যান)-র সামনে।

 এই শোভাযাত্রায় তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা শঙ্খ ধ্বনি ও উলুধ্বনির সহযোগে  নগর পরিক্রমা করেন উক্ত কর্মসূচিতে। দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাধনাথ ভট্টাচার্য, দাঁইহাট পৌরসভার  পৌরপ্রধান প্রদীপ রায়, উপ পৌর প্রধান অজিত ব্যানার্জি সহ অন্যান্য পৌর সদস্য ও দলীয়  শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন। 

About Burdwan Today

Check Also

ওয়াকফ অশান্তির জেরে কালীগঞ্জের উপনির্বাচন পিছানোর আর্জি বিজেপির

টুডে নিউজ সার্ভিসঃ এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। তবুও মুর্শিদাবাদ লাগোয়া কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন পিছিয়ে দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *