টুডে নিউজ সার্ভিসঃ কালি-জলের পরে এবারে পেটে ব্যালট। ভোটে হেরে যাচ্ছেন জানতে পেরেই গণনাকেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে ব্যালট পেপার চিবিয়ে খেয়ে ফেললেন তৃণমূল প্রার্থী! এবার এই ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনা।
ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের ঘটনা। সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার ৪ ভোটে জিতছেন, এমন খবর পেতেই গণনাকেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। সিপিএমের অভিযোগ, গণনাকেন্দ্রে ঢুকে ব্যালটের একটি বান্ডিল ছিনিয়ে নিয়ে কিছু ব্যালট মুখে পুরে চিবোতে থাকেন মহাদেব। ঘরে ছড়িয়ে দেন বান্ডিলের বাকি ব্যালট। এই ঘটনায় রীতিমতো হতবাক হয়ে যান জয়ের মুখে থমকে যাওয়া সিপিএম প্রার্থী। জানা গিয়েছে, ঘটনার পর ওই টেবিলে গণনা স্থগিত রাখা হয়েছে। প্রশাসন এখনও কাউকে জয়ী ঘোষণা করতে পারেনি।
এদিন কোচবিহার ১ ব্লকের কাউন্টিং সেন্টারে সটান দুটি ব্যালট পেপার খেয়ে ফেলেন তৃণমূলের এক কাউন্টিং এজেন্ট। জানা যায়, জিরানপুর গ্রাম পঞ্চায়েতের ৪/২১০ নম্বর বুথের ভোটগণনা চলছিল। গণনা শেষের পরও দুটি ব্যালট নিয়ে বিতর্ক বাধে। এনিয়ে বচসা থেকে হাতাহাতিও হয়। এরপরই ওই দুটি ব্যালট পেপার সটান মুখে পুরে দেন তৃণমূল প্রার্থীর কাউন্টিং এজেন্ট পরিতোষ রায়। এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন উপস্থিত সকলে। ঘটনার পরই ওই কাউন্টিং এজেন্টকে আটক করে পুলিশ।
Social