Breaking News

সমস্যা চরমে! কল আছে কিন্তু জল নেই, পুকুরের জলই একমাত্র ভরসা

  

টুডে নিউজ সার্ভিস, পূর্ব মেদিনীপুরঃ কল আছে জল নেই! দীর্ঘদিন ধরেই পানীয় জল থেকে বঞ্চিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জগৎপুর বাগানপাড়া এলাকার মানুষজন। টিউবয়েল থাকলেও দীর্ঘদিন বিকল হয়ে পড়ে রয়েছে, গত ২০১৮ সালে সজল ধারা প্রকল্পে ঘরে ঘরে জলের ট্যাপ দিলেও জল কিন্তু মেলেনি। পানীয় জল দূর থেকে তাদের আনতে হয় খাওয়ার জন্য, কিংবা পুকুরের জল খেয়েই তারা দিনযাপন করছেন। এই এলাকার প্রায় চল্লিশটি পরিবার এইভাবে পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে।

তাঁরা পুকুরের জল রান্না থেকে শুরু করে জল ফুটিয়ে খেতে হচ্ছে তাদের। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। দীর্ঘ তিন বছর ধরে তাঁদের পুকুরের জল খেতে হচ্ছে। এক প্রকার জলকষ্টে দিন কাটছে এলাকার মানুষজনদের। 

পুকুরের জল খেয়েই শরীর খারাপ হয় শিশু থেকে শুরু করে বেশিরভাগ মানুষজনদের তবুও উপায় না পেয়ে বাধ্য হয়ে কুকুরের জলে ভরসা করছেন তাঁরা।

About Burdwan Today

Check Also

সাপের কামড়েও হারায়নি মনোবল, হাসপাতালে বসেই পরীক্ষা দিলো মাধ্যমিক পরীক্ষার্থী

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিষধর সাপের কামড়ে অসুস্থ হলেও পরীক্ষা থেকে মনোবল হারায়নি পূর্ব বর্ধমানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *