জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ শতাব্দীর প্রাচীন মন্তেশ্বর ব্লকের মামুদপুর গ্রামের দশহারা তথা মা মনসার ঐতিহ্যপূর্ণ পূজায় জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পুজোয় প্রত্যক্ষভাবে যোগদান করে। এই দশহারা তথা মা মনসা পূজা আনন্দ উৎসাহের সঙ্গে মহা সমারোহে হচ্ছে মামুদপুর গ্রামে। এই পূজা উপলক্ষে গ্রামের মানুষজনের উৎসাহ চোখে পড়ার মতো। মামুদপুর গ্রামের বাসিন্দা তথা পূজা কমিটির এক কর্মকর্তা সন্তু, পূজার পুরোহিত চঞ্চল মুখার্জীরা জানান, “শতাব্দী প্রাচীন আগে মামুদপুর গ্রামে সেন বংশের জমিদাররা বসবাস করতেন। সেই সেন বংশের জমিদারদের একজন রমোনীমোহন সেন এই পূজা আরম্ভ করেছিলেন। বর্তমানে সেই সেন বংশের কোনো বংশধর ও জমিদারি প্রথা না থাকায়, মামুদপুর গ্রামবাসীদের সহযোগিতায় গ্রামে এই দশহারা তথা মা মনসার পূজা হয়ে আসছে। এই পূজাটা এখন মামুদপুর গ্রামের বাৎসরিক পূজা হিসাবে পূজা হয়। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে এই পূজা হয়। তাই এই বছর মঙ্গলবার দশমীর তিথিতে দুই তিনদিনের শতাব্দীর প্রাচীন মা মনসার প্রথম পূজা শুরু হয়। পূজা চলে দুই থেকে তিন দিন।
এই পূজা উপলক্ষে মামুদপুর গ্রামে দুই তিনদিন ধরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানান পূজা কর্মকর্তারা। পূজা উপলক্ষে মামুদপুর গ্রাম প্রত্যেক বাড়িতে আত্মীয়-স্বজন আসে। গ্রাম সহ আশপাশে গ্রামের মানুষজন পূজা উপলক্ষে গ্রামের পূজা তলায় পূজা দেখতে প্রচুর মানুষজন সমাগম হয়। পূজা উপলক্ষে গ্রামে মেলাও বসে। মেলা চলে ৪-৫ দিন। এই কদিন মামুদপুর সহ আসেপাশের গ্রামের মানুষজন আনন্দের সঙ্গে দিন কাটায় তা এই বছরও ধুমধামে সহিত মহাসমরে আনন্দ উৎসাহের সঙ্গে দশহারা তথা মা মনসার পূজা হচ্ছে।
Social