জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এক ক্ষেতমজুর মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃতা সুমিতা মুর্মু (৩৫), ভাগড়া-মূলগ্রাম পঞ্চায়েতের ঝিকরা গ্রামের বাসিন্দা। থানা ও আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে বিবাহিত ওই মহিলা বেশ কয়েক বছর ধরে বাপের বাড়িতে মায়ের সঙ্গে ঝিকরাতেই থাকছিলেন। গত কয়েকদিন ধরেই তাকে মনমারা ও মানসিক অবসাদ ভুগ ছিল। গত দু’দিন আগে মায়ের পা ভেঙে যাওয়া অবস্থায় ছোট মেয়ের কাছে চলে যায়।
শনিবার বাড়িতে কেউ না থাকা অবস্থায় নিজের ঘরের মধ্যে গলায় ফাঁস লাগায়, বিকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন। তড়িঘড়ি দেহ উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানাই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করা হয়েছে এবং দেহ ময়নাতদন্তের জন্য আজ কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।