টুডে নিউজ সার্ভিস, শিলিগুড়িঃ রাত পেরোলেই পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশেষ দিনটি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আরম্বরে উদযাপিত হয়। প্রসঙ্গতঃ শান্তিনিকেতনে বিশ্বকবির জন্মদিন ধুমধাম করে পালন করা হয়। সোমবার শিলিগুড়িতেও রবি ঠাকুরের জন্মদিন পালনের জোর প্রস্তুতি চলছে। মঙ্গলবার রবি ঠাকুরের ১৬২তম জন্মদিন। জানা গেছেন ১৬২ জন শিল্পী তাদের সুরেলা কন্ঠে গান করবেন। রবীন্দ্র মঞ্চে ঘটা করে পালন করা হবে রবি ঠাকুরের ১৬২তম জন্মদিন।
সোমবার সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামীকাল সারাদিনব্যাপী অনুষ্ঠান চলবে। প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, এছাড়া সাংস্কৃতিক জগতের বিভিন্ন কলা কুশলীরা।