অভিজিৎ হাজরা, আমতা, হাওড়াঃ গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভার অন্তর্গত আমতা ১নং ব্লকের সিরাজ বাটি চক্রের অন্তর্ভুক্ত আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালের গায়ে গায়ে শোভা পাচ্ছে প্রচুর পরিবেশ বিষয়ক ছবি ও বার্তা। কোনটিতে রাজ্য পাখি মাছরাঙা- র ছবিতো কোনটিতে রাজ্য পশু বাঘরোলের ছবি। কোনটিতে দেওয়া হয়েছে বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা। কোন ছবিতে গাছের উপকারিতা বিবৃত। কোথাও পাশাপাশি ছবিতে তুলনা করা হয়েছে গ্রামের পরিবেশ ও শহরের পরিবেশ। কোথাও সাপের ছবি ও সাপের কামড়ে ওঝার কাছে না যাওয়ার সতর্কতা।কোন ছবিতে জল সংরক্ষণের বার্তা, কোথাও লেখা থার্মোকলের কুফল। কোথাও ছড়ায় বিবৃত পরিচ্ছন্নতার ‘স্বচ্ছ-শপথ।’ এভাবেই শোভিত আমতার প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল।কোন জায়গায় পরিচ্ছন্নতার বার্তা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত জানালেন- “বিদ্যালয়টি আর্থ সামাজিক ভাবে পিছিয়ে পড়া জায়গায় অবস্থিত। এখানকার প্রায় সব ছাত্র ছাত্রী তপশিলি বর্গক্ষেত্রী।পরিবেশ সম্পর্কে ছাত্র ছাত্রী তথা এলাকার মানুষকে সচেতন করে তুলতেই আমাদের এই প্রয়াস।”
ছবিগুলোর সিংহভাগ বিশিষ্ট শিল্পী পলাশ ভাণ্ডারীর আঁকা। কিছু ছবি এঁকেছেন শিক্ষক সৌমেন মন্ডল ও শিক্ষিকা পুষ্পিতা পাল। এই কাজে পরামর্শ নেওয়া হয়েছে পরিবেশবাদী সংগঠন “গ্রীন চেন মুভমেন্ট।” প্রসঙ্গতঃ এই গ্রীন চেন মুভমেন্ট- এর মূল পরিচালক হলেন বিদ্যালয়েরই প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত।
Social