টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিজেপিকে মনোনয়নে বাঁধা দেয় তৃণমূল বর্ধমানের কাটোয়া-১ ব্লক অফিসে। অভিযোগ শনিবার এক ব্লক অফিসে বিজেপির তরফ থেকে মনোনয়ন পত্র জমা দিতে আসলে তাদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁধার সৃষ্টি করে। এরই প্রতিবাদে কাটোয়ার ইন্দারা পাড়ে রাস্তা অবরোধ করে বিজেপি। এমনকি মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বিজেপি প্রার্থী ও নেতা কর্মীদের বলে অভিযোগ। এদিন জেলার সহ সভাপতি সীমা ভট্টাচার্য সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীদের মারধর করা হয়। মনোনয়ন পত্র জমা না করতে পেরে কাঁদতে কাঁদতে ফিরে আসেন জেলার সহ সভাপতি সীমা ভট্টাচার্য।
এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, বিরোধীরা যে ধরনের অভিযোগ করেছে তা সঠিক নয় তৃণমূল কংগ্রেস এ ধরনের কাজ করেনা আর এই ধরনের কাজে বিশ্বাসিও নয়। তারা পঞ্চায়েতে প্রার্থী দেওয়ার আগেই এই ধরনের মিথ্যে অভিযোগ করে বাজার গরম করার চেষ্টা করছে। তারা মনোনয়ন পত্র জমা করুক কোনো অসুবিধা নেই। আমরা জানি মানুষের রায়ে আমরা আবার জয়লাভ করবো।
Social