মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বীরভূমের পাইকর থানার জাজিগ্রামে গত ৩১ মে বাসন্তী মন্দিরের তালা ভেঙ্গে চুরি যায় কষ্টিপাথরের মূর্তি, ভোগ রান্নার বাসনপত্র, রুপোর সিংহাসন সহ বহু মূল্যবান পূজা সামগ্রী। পরদিন সকালে মন্দিরের কেয়ারটেকার থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পাইকর থানার পুলিশের তৎপরতার সঙ্গে শুরু করে তদন্ত।
অবশেষে সেই চুরির কিনারা করে শনিবার রাতে এলাকারই নুর আলম, সেখ সাহেবুল ও কাজল মিঞা নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী ও জিনিসপত্র উদ্ধার হয়। রবিবার ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হয় পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে।
Social