বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই শুট আউটে মৃত্যু এক তৃণমূল সমর্থকের। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালীর ছোট চুপরি বাজারে। স্থানীয় সূত্রে খবর, বড় চুপড়ির বাসিন্দা আহমেদ আলী বিশ্বাস। এদিন ছোট চুপরি বাজারে সকালে বাজার করতে যায়। সেই সময় দুটি মোটরসাইকেল এসে তার পাশে দাঁড়ায় এবং কথা কাটাকাটি হয়। এরপর মোটরসাইকেলে ,আশা দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি করতে শুরু করে। তারপরই মাটিতে লুটিয়ে পড়ে ওই তৃণমূল সমর্থক। তড়িঘড়ি স্থানীয়রা ওই ব্যক্তিকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনাস্থলে পৌঁছায় হাঁসখালি থানার বিশাল পুলিশ বাহিনী। কি কারনে গুলি করা হলো ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করছে পুলিশ। যদিও সাতসকালে প্রকাশ্য বাজারে গুলি চালানোর ঘটনায় আতঙ্কে এলাকাবাসীরা।
Social