গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েত ভোট। সেই ভোটের জন্য গ্ৰামে গ্ৰামে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হলো নন্দীগ্রামে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী নিষাদ সামন্ত, শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কোরবান মিদ্দা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের বৈঠক থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচার নিয়ে গ্ৰামের প্রতিটি বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিলেন নেতৃত্ব ও কর্মীদেরকে এবং সরকারের উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরতে বলেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।