জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ সারা রাজ্যের পাশাপাশি মন্তেশ্বর ব্লকেও সপ্তম দফার দুয়ারে সরকার শিবির শুরু হয়। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই দুয়ারে সরকার শিবির চলবে। শুক্রবার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম তৈয়েবা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ মাঠে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তকরণ, বার্ধক্য ভাতা, তাঁত শিল্পীদের নাম তালিকাভূক্তকরণ সহ উপভোক্তাদের ৩৫টি প্রকল্প পরিষেবা প্রদানের মধ্য দিয়ে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরের পরিদর্শনে আসেন বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিক কুনাল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ আরও অনেকে।
কুসুমগ্রামের দুয়ারে সরকার শিবিরে শুক্রবার বিকালে কুসুমগ্রাম তৈয়েবা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সেভ ড্রাইভ, সেভ লাইফের একটি সচেতনতার শিবির অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মন্তেশ্বর থানার পুলিশের আধিকারিক কুনাল বিশ্বাস, ও অন্যান্য পুলিশ অফিসার, সুভাষ ভৌমিক, মৃদুল ঘোষ, সাযেন কাদিরদের হাতে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট তুলে দিয়ে সংবর্ধনা জানানোসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ দিবস অনুষ্ঠান পালন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিক কুনাল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, কুসুমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষনেন্দু মল্লিক সহ আরও অনেকে। এই সেভ ড্রাইভ ,সেভ লাইফ সচেতনতার অনুষ্ঠানে বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর থানার আধিকারিক কুনাল বিশ্বাস , পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ উপস্থিত প্রত্যেককে বলেন মোটর বাইক চালানোর সময় প্রত্যেককে হেলমেট পড়ে গাড়ি চালান, মোবাইল কানে দিয়ে কথা বলতে বলতে গাড়ি না চালানো, নেশা করে গাড়ি না চালানো সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে সচেতনতার বার্তা দেয় ।
Social