টুডে নিউজ সার্ভিস, উত্তর ২৪ পরগনাঃ কয়েক দিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির সূচনা করেছেন। আর সেই কর্মসূচিতে বেরিয়ে মানুষের অভাব, অভিযোগ শুনতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন শাসকদলের নেতা-কর্মী থেকে শুরু করে সাংসদ, বিধায়করা।
শনিবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে রাস্তা খারাপ নিয়ে গ্রামবাসীদের অভিযোগ শুনতে গিয়ে মেজাজ হারান এক তৃণমূল কর্মী। মন্ত্রী রথীন ঘোষের সামনে এক অভিযোগকারী গ্রামবাসীর গালে সপাটে চড় মারলেন দলেরই এক কর্মী এবং তাকে ধাক্কা দিতে বের করে নিয়ে যাওয়া হয়। আর যা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েন মন্ত্রী রথীন ঘোষ তথা বাংলার শাসকদল তৃণমূল।
এদিন দত্তপুকুরের ইছাপুর-নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাউবনা এলাকায় দিদির দূত কর্মসূচিতে যান মন্ত্রী রথীন ঘোষ। মন্ত্রীর সামনে এমন অপ্রীতিকর ঘটনা ঘটায় মন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন সেই ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধী থেকে সাধারণ মানুষ।
এমনকি সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত যুবক যাতে মুখ খুলতে না পারে, তারও ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। যদিও পরে তিনি সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন। প্রথমে বিষয়টি সংবাদমাধ্যমের থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে আক্রান্ত যুবকের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
Social