টুডে নিউজ সার্ভিস, মুর্শিদাবাদঃ হাইকোর্টের নির্দেশ মত বৃহস্পতিবার ভেঙে ফেলা হলো বড়ঞার বিতর্কিত তৃণমূল কংগ্রেসের কার্যালয়। উল্লেখ্য, ২০২১ সালে বড়ঞা ব্লকের আফ্রিকা মোড়ে নির্মাণ হয়েছিল এই ভবনটি এবং তারপর থেকে স্থানীয় বাসিন্দা শফিউর রহমান আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই ভবনটি সরকারি জায়গায় নির্মাণ করা হয়েছে এই দাবি নিয়ে। সেই অভিযোগের তদন্তে নেমে দফায় দফায় তদন্তের পর অবশেষে বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশমতো জেসিবি চালিয়ে ভেঙে ফেলা হলো এই ভবনটি।
পাশাপাশি ভবন ভাঙতে যাতে কোনোরকম বিশৃঙ্খলা মূলক ঘটনা না ঘটে সেই কারণে বড়ঞা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছিল। কান্দি মহকুমা শাসকের ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে এবং বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে ভেঙে ফেলা হলো এই ভবনটি।