Breaking News

আমীরপুরে ওলাইচন্ডী মায়ের বাৎসরিক পুজো

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের আমীরপুরে অতি প্রাচীন ওলাইচন্ডী মায়ের পুজোয় মাতলেন এলাকার বাসিন্দারা। এই পুজো ঘিরে আশপাশের বিভিন্ন এলাকার বহু মানুষজন পুজো দিতে এবং পুজো দেখতে উপস্থিত হন। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি গ্রামবাংলায় হারিয়ে যাওয়া বাউল, যাত্রাপালারও আয়োজন করা হয়। পাশাপাশি এই পুজোকে কেন্দ্র করে বসেছে মেলাও।

পুজো উদ্যোক্তারা জানান, এই পুজো বহু বছর ধরে হয়ে আসছে। এই এলাকায় এটা একটি ঐতিহ্যবাহী পুজো যে পুজোর জন্য এলাকার মানুষজন দীর্ঘ অপেক্ষায় থাকে। এই পুজো প্রতি বছর অনুষ্ঠিত হয় জৈষ্ঠ্য মাসের প্রথম মঙ্গলবার। পুজো হয় একদিনই, কিন্তু মেলা চলতে থাকে বেশ কয়েকদিন ধরে। এই পুজো দুটো ভাগে হয়ে আসছে। যা, সকালে বাঁধের মায়ের পূজো হয় তারপর এই মন্দিরে পুজো অনুষ্ঠিত এই। এই পুজোকে ঘিরে এলাকায় একপ্রকার উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *