টুডে নিউজ সার্ভিসঃ রুজিরার আবেদনের প্রেক্ষিতে ইডি ও সংবাদমাধ্যমের ভূমিকাকে অন্তর্বরতীকালীন নির্দেশের মাধ্যমে বেঁধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
আদালতের অন্তর্বরতীকালীন নির্দেশের শর্ত :
সার্চ এন্ড সিজারের সময় কোনো লাইভ স্ট্রিমিং করা যাবে না।
রেডের সময় ইডি আগে থেকে সার্চ অ্যান্ড সিজারের বিষয়ে জানাতে পারবে না মিডিয়াকে।
ইডি মিডিয়াকে নিয়ে গিয়ে কোনও রেড করতে পারবে না এবং সার্চ এন্ড সিজারের বিষয়ে আগে থেকে কোনো রকম প্রকাশ্যে আনা যাবে না।
সংবাদমাধ্যমে কোন খবর করলে সেখানে অভিযুক্ত ছবি ব্যবহার করা যাবে না।
কোনো কেসের চার্জশিট এর নাম আসার আগে পর্যন্ত কোনো অভিযুক্তের নাম প্রকাশ করা যাবে না, সন্দেহ ভাজন এর ছবি প্রকাশ করতে পারবে না ।
তদন্তকারী সংস্থা কোনো খবর লিক করবে না তদন্তের ব্যাপারে।
সার্চের ব্যাপারে মিডিয়া কে কোনো দিতে পারবে না। প্রেস রিলিজ করতে পারবে না, এই নির্দেশের অবমাননা হলে মিডিয়ার আধিকারিকদের দায়ী থাকতে হবে ।
Social