টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ আবারও র্যাগিংয়ের শিকার কলেজ পড়ুয়া। কলকাতার এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির এক ছাত্র অভিযোগ করে কলেজের সিনিয়রদের বিরুদ্ধে। গত ১১ অক্টোবর বাড়ি ফেরার পথে সিনিয়রদের সঙ্গে বচসা হয় পড়ুয়ার। গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে সিনিয়রদের একটি বাইক তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি বুঝতে না পেরে ওই ছাত্র sorry বলে সিনিয়রদের। তারপরেও রীতিমত রাস্তায় ফেলে মারধর করা হয় পড়ুয়াকে সেদিন। পুজোর পরে সোমবার থেকে খুলেছে কলেজ। মঙ্গলবার কলেজে আবারও মারধর করা হয় তাঁকে। মঙ্গলবার গাড়িতে বসে সে যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তাঁকে বিনা কারণে সিনিয়ররা বাইরে টেনে হিজড়ে বের করে মারধর করে। শরীরে একাধিক জায়গায় ক্ষতর চিহ্ন। ছিঁড়ে দেওয়া হয় ওই ছাত্রের জামা। ইতিমধ্যে আনন্দপুর থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়েছে সোহমের। কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর বুধবার অভিযুক্ত পড়ুয়াদের নিয়ে একটি বৈঠক করা হবে। এই বিষয়ে অভিযোগকারীকে প্রশ্ন করা হলে তাঁর পরিবার জানায় যে কলেজের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি তাঁদেরকে।
Tags district west bengal
Check Also
রং-তুলি হাতে বাঁকুড়ার নাম উজ্জ্বল করলো ছাতনার অন্বেষা
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ রাজ্যস্তরে ছবি আঁকা প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হয়ে বাঁকুড়ার নাম উজ্জ্বল করল ছাতনার …
Social