রিঙ্কু সোমঃ মোদি জমানায় ব্যক্তিগত গোপনীয়তার সাংবিধানিক অধিকার শিকেয়। ‘রাষ্ট্রের মদতে হ্যাকার হানার চেষ্টা চলছেই’। বৃহস্পতিবার এই বিস্ফোরক অভিযোগ তুলল বিখ্যাত মার্কিন সংবাদপত্র ‘দ্য ওয়াশিংটন পোস্ট’। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে হাত মিলিয়ে তারা প্রকাশ করেছে তদন্ত রিপোর্ট। যদিও এবিষয়ে রাত পর্যন্ত মোদি সরকারের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। চলতি বছরের অক্টোবর মাসে পেগাসাসের মাধ্যমে নতুন করে ওই দু’জনের আইফোনে আড়ি পাতার কথা নিশ্চিত করেছে ফরেন্সিক তদন্ত।
উল্লেখ্য, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিশ্ব সূচকে ২১ ধাপ নেমে গিয়েছে ভারত। ১৮০টি দেশের মধ্যে ঠাঁই হয়েছে ১৬১ নম্বরে। অ্যামনেস্টির সিকিউরিটি ল্যাবের প্রধান ডোনচা ও সারভাইলের অভিযোগ, ভারতে সাংবাদিকদের উপর বেআইনি নজরদারির ঘটনা বেড়েই চলেছে। পেগাসাসের মাধ্যমে আড়ি পাতার ঘটনা বারবার প্রকাশ্যে এলেও সরকার দায় স্বীকারে রাজি নয়। এরকম ঘটনা মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়।
Social