Breaking News

রেশন দুর্নীতি নিয়ে বাম সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

টুডে নিউজ সার্ভিসঃ রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে রাজনৈতিক চাপান উতরের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এ প্রসঙ্গে পূর্বতন বাম সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তাঁর দাবি, ২০১১ সালে তৃণমূল যখন রাজ্যে ক্ষমতায় আসে, সেই সময় ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। তাঁর সরকার সেই ১ কোটি কার্ড বাতিল করে রেশন কার্ডের ডিজিটালকরণ ঘটিয়েছে। কেন্দ্রীয় সরকারও ১০০ শতাংশ ডিজিটালকরণের জন্য রাজ্যের প্রশংসা করেছে। আগে দালালরা মানুষের প্রাপ্য রেশন নিয়ে বাজারে বিক্রি করে দিত। তা অনেকটাই আটকানো সম্ভব হয়েছে। অসাধু রেশন ডিলার, দালাল, ভুয়ো রেশন কার্ড নিয়ে পদক্ষেপ করতে গিয়ে সরকার পদে পদে আইনি বাধা পেয়েছে বলে তাঁর অভিযোগ। রেশন দুর্নীতি কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারী প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি দোষ প্রমাণ হওয়ার আগে মন্ত্রীদের চোর বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

About Prabir Mondal

Check Also

অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়

টুডে নিউজ সার্ভিসঃ ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি জেলে সোমবার অসুস্থ হয়ে পড়েন নিয়োগ দুর্নীতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *