টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় সংস্থার হানাদারি, তার মাঝেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় হানা দিল আয়কর দফতর। বুধবার সকাল থেকে রাত্রি হলেও চলছে আয়কর দফতরের অভিযান। এদিন বর্ধমান শহরের একটি স্বনামধন্য রাইসমিল লালবাবা রাইমিল সংস্থার অফিসে হানা দিল আয়কর দফতর। জানা গেছে এই সংস্থার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি রাইসমিল রয়েছে, আয় ব্যায়ের হিসাবের জন্যই এই রাইসমিল আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছে। বুধবার বেলা ১২টায় হঠাৎ প্রথম হানা দেয় বর্ধমান শহরের বাদামতলার এই রাইসমিলে। চার পাঁচটি গাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা ঐ সংস্থার দোতালার অফিসে হানা দেয়। কয়েকঘন্টা কেটে গেলেও এখনও তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।
