দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ হাসির উৎসব, আনন্দের উৎসব, বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। কিন্তু, বর্তমান সমাজেও এমন মানুষ আছে যাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এক টুকরো নতুন বস্ত্র কিনে দেওয়া তো দূরের কথা, একদিন পেট ভরে খেলে আগামীদিন কি খাবে সেটা ভাবতে ভাবতেই পাগল হয়ে যাবার অবস্থা হয়ে যায় অসহায় বাবা-মার, আর সেই সব মানুষের সংখ্যাটা মোটেই কম নয় আর তাদের সেই দৈনন্দিন অবস্থার পরিবর্তনে কোন শর্টকাট পথ নেই তবে উৎসবে আনন্দের দিনগুলিতে যাতে একটু হাসি খুশিতে আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারে সেই কথা ভেবেই পিছিয়ে পড়া পরিবারের কচিকাঁচাদের হাতে পুজোয় নতুন বস্ত্র তুলে দিলেন বাঁকুড়ার সোনামুখী বিজে হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিক কারণ সবাই যখন উৎসবের আনন্দে মেতে ওঠে তখন অসহায় গরীব পরিবারের ছেলেমেয়েরা মন খারাপ করে বসে থাকে আর ভাবে কি করে তাদের বাবা মা দেবে তাদের জন্য নতুন জামা কাপড় কিনে দেবে, কখন পাবে তারা হাতে আর কখনই বা বেরোবে তারা পুজোর আনন্দে গা ভাসাতে। ভাবনার স্রোতে ভাসে কিন্তু আসে না নতুন বস্ত্র, অতএব পূজা কাটে নিরানন্দে আর সেই দিক থেকে সোনামুখী বিজে হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের আজকের এই উদ্যোগ তাই নিঃসন্দেহে মানবিক।
এভাবে যদি সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে কম বেশি আর্থিক ক্ষমতা সম্পন্ন মানুষ এগিয়ে আসেন তবে জ্বলন্ত কিছু সমস্যা সমাধান হয় এবং সমাজের কিছু মানুষের মুখে হাসি ফোটে। আজকের এই সমস্ত প্রক্রিয়াটা সম্পূর্ণ করার পিছনে এক সাংবাদিকের ভূমিকাও উল্লেখযোগ্য কারণ তার মাধ্যমে সূত্র পেয়েছেন শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষক কর্মীরা।
Social