জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর গ্রামের শতাব্দী প্রাচীন ঐতিহ্যপূর্ণ প্রাচীন গ্রাম্য দেবীর চারদিনের বাৎসরিক মা চামুন্ডার পুজো উপলক্ষে পুজোর তৃতীয়দিন রাতে মা চামুন্ডার পুজো কমিটির পরিচালনায় পূজা প্রাঙ্গনে নেট দুনিয়ায় খেত বীরভূম জেলার বাউলশিল্পী কৌশিক চট্টোপাধ্যায় সম্প্রদায়ের দ্বারা বাউল গান অনুষ্ঠিত হয়। যা শোনার জন্য এলাকার ছোট থেকে বড় সকলে ভিড় জমিয়ে আনন্দ উৎসাহে মেতে ওঠেন।
অপরদিকে মন্তেশ্বর থানা প্রাঙ্গণে মা চামুন্ডা পুজো উপলক্ষে মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুনাল বিশ্বাসের সহযোগিতায় চামুন্ডা মন্দির সহ থানা প্রাঙ্গণ আলোকসজ্জায় সাজিয়ে চারদিন আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্তেশ্বর থানায় পুজো অনুষ্ঠিত হয়। থানায় পুজোর প্রথম দিন বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন সহ জেলার পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়ে মন্দির প্রাঙ্গণে মায়ের পুজোরডালি সাজিয়ে পুষ্পাঞ্জলি দেয়।
মা চামুন্ডা পুজো উপলক্ষে পুজোর তৃতীয় দিন রাতে চন্দননগর বর্ধমান সহ নেট দুনিয়ায় খ্যাত শিল্পীদের গানের মাধ্যমে থানা প্রাঙ্গণ সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে মুখরিত হয়ে ওঠে। এই সংস্কৃতি অনুষ্ঠানের গান শুনতে এলাকার বহু মানুষ ভিড় জমিয়ে আনন্দ উপভোগ করেন।
Social