Breaking News

মাধ্যমিকে ৬৯১ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে শুভম পাল

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হলো ১৯ মে শুক্রবার। সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর মাধ্যমিকে পূর্ব বর্ধমানে জয়জয়কার। এই জেলা প্রথম থেকে দশম স্থানের মধ্যে রয়েছে ১৭জন।

এবছর মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র শুভম পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভম জানান, বড় হয়ে সে ডাক্তার হতে চায়। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে সে। তাঁর এই সাফল্যের পেছনে তার বাবা-মার বড় হাত। শুভমের বাবা সুমীর পাল এক বেসরকারি অফিসের অ্যাকাউন্ট বিভাগের কর্মী এবং মা স্বপ্না পাল হাই স্কুলের শিক্ষিকা। ছেলের এই সাফল্যে খুশি পরিবার। 

শুভমের পরিবারের কাছ থেকে জানা যায়, খেলাধূলায় সেভাবে মন না থাকলেও, পড়াশোনার বাইরে গল্পের বই পড়তে বেশ পছন্দ করেন। এছাড়া অবসর সময়ে গান শুনতেও ভালবাসেন শুভম। 

পাশাপাশি যারা আগামীতে মাধ্যমিক দেবেন, তাঁদের জন্য শুভমের পরামর্শ, পরীক্ষার্থীরা যেন পাঠ্য বই একেবারে খুঁটিয়ে পড়েন এটাই হল সাফল্যের সব থেকে বড় জাদুকাঠি।

About Burdwan Today

Check Also

মন্তেশ্বরে হাসিবুল শেখ খুনে গ্রেফতার আরও ২

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ গত দুমাস আগে কাঁড়ি ও লাঠি দিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *