জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকার মানুষকে ডেঙ্গু সচেতনতার পাঠ পড়াতে দুয়ারে দুয়ারে প্রচারে নামলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস। মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মানুষজনকে ডেঙ্গু প্রতিরোধ কি কি প্রয়োজনীয়তা রয়েছে সে বিষয়ে সচেতন করেন। এদিন সঙ্গে ছিলেন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম পাশাপাশি ভাগরা মূলগ্রাম এলাকাতে প্রচারে যান মন্তেশ্বরের বিডিও।
ইতিমধ্যে মন্তেশ্বর ব্লকের কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এর প্রভাব যেন এলাকায় বাড়তে না পারে সেই কারণে এই সচেতনতার কর্মসূচি বলে জানান বিডিও গোবিন্দ দাস।
Social