টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ১১ জুলাই পঞ্চায়েতের ভোটের গণনা। ভোট গণনার আগে সোমবার পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো ব্লক অফিসের কনফারেন্স হলে। তৃণমূল-সিপিআইএম-বিজেপি-কংগ্রেস সহ অন্যান্য দলের নেতারা এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত হন। আগামীকাল সকাল থেকেই শুরু হয়ে যাবে পঞ্চায়েত ভোটের গণনা পর্ব।
ভোট গণনা টেবিলে কারা কারা থাকতে পারবেন কটা টেবিলে গণনা হবে, নির্বাচন কমিশন আরও নতুন কি কি নিয়ম লাগু করেছে এইসব নিয়েই এদিনের আলোচনা হয় বৈঠকে। এবারে নতুন নিয়ম অনুযায়ী গণনার সময় যে কোনো পার্টির প্রার্থী কিংবা পোলিং এজেন্ট উপস্থিত থাকতে পারবেন। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ভোট গণনার ক্ষেত্রে রয়েছে আলাদা আলাদা নিয়ম রয়েছে বলে জানা গেছে।
পাশাপাশি নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখতে পারছেন না বিরোধী বিজেপি শিবির। তাই এদিন বর্ধমান জেলা বিজেপির জেনারেল সেক্রেটারি মানিক রায় জানান, নির্বাচনের নামে প্রহসন চলছে। এটা নির্বাচন!
এবারে পঞ্চায়েত নির্বাচনে রায়না-১ ব্লকের কোনো জায়গায় অশান্তির কোনো খবর আসেনি সে কথা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন শাসক বিরোধী সকলেই। মঙ্গলবার নির্বাচনের ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী রায়না-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মন্ডল।
Social