বিশ্বজিৎ বিশ্বাস, নদিয়াঃ সাড়ম্বরে পালিত হলো মায়াপুর ইসকনে জগন্নাথ স্নানযাত্রা উৎসব। মায়াপুর চন্দ্রদয় মন্দির থেকে সাড়ে চার কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই লাখো লাখো ভক্তের ভিড়। দাবদাহ উপেক্ষা করেই দীর্ঘ লাইন দিয়ে জগন্নাথকে স্নান করানোর জন্য হাজার হাজার ভক্ত সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে। কথিত আছে আজকের স্নানযাত্রার পরেই জগন্নাথের শরীরে আসবে ধুম জ্বর। জ্বরে কাবু হয়ে রথের দিন পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকবেন। রথের দিন রাজ বেশে রাজ রথে করে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ ও পুজিত হবেন।
এদিন স্নানযাত্রা উপলক্ষে সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছিল ইসকনের তরফ থেকে। একইসাথে বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রাজাপুর জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গেল স্নানযাত্রার মাধ্যমে রথের প্রস্তুতি।
এ বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, অনন্য উৎসবের মতো ইসকনের রথযাত্রা এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা একটি ধর্মীয় মুখ্য অনুষ্ঠান। জগতের নাথ অর্থাৎ জগন্নাথ দেব এই স্নানযাত্রার পর গৃহবন্দী অবস্থায় থাকবেন। রথের দিন পুনরায় তিনি ভক্তদের মাঝে অবতীর্ণ হবেন। প্রতিবছরের মত এবারও রাজাপুরে মহাসামরহে চলছে জগন্নাথ স্নানযাত্রা উৎসব। আগত সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে মহাপ্রসাদের। গরম উপেক্ষা করেই হাজার হাজার ভক্ত সমবেত হয়েছে এই রাজাপুর মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে।
Social