টুডে নিউজ সার্ভিসঃ ৪৯৮ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা। অদিশা দিনহাটা সোনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী। আনুষ্ঠানিকভাবে শুক্রবার সকাল ১১টায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষা শেষে ৪৪ দিনের মাথায় এই ফলাফল প্রকাশ করা হলো। বছর উচ্চমাধ্যমিক শুরু হয় ২ এপ্রিল এবং শেষ ২৭ এপ্রিল। এবারে পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে ছাত্রীরা প্রায় ৭১ হাজার বেশি পরীক্ষায় বসেন। এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রথম দশে ২৭২ জন। আগামী বছর উচ্চমাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ।
সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হলেও নিজেদের নম্বর জানতে পরীক্ষার্থীদের আরও এক ঘণ্টা অপেক্ষা করতে হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এমনি জানানো হয়েছে, বেলা ১২ টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে wbresults.nic.in থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন।
এছাড়াও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত নীচের ওয়েবসাইট গুলির মাধ্যমে উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখতে পারবেন:
SMS-এর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে –
১) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 56070।
২) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 5676750।
Social