হারিয়ে গেলো ভারতরত্ন
যুগের হলো অবসান,
মধুর কন্ঠী সুরের সম্রাজ্ঞী
অমর যে তাঁর গান।
সরস্বতীর আশীর্বাদ তুমি
সারা ভারতের গর্ব,
হারিয়ে তোমায় আমাদের থেকে
শোকাহত আজ সর্ব।
ভারত বর্ষ চোখের জলে
তোমায় স্মরণ করে,
প্রণাম মাগো লতা মঙ্গেশকর
আবার এসো ফিরে।
-উদয় কর্মকার