টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সরকারি বাস থেকে গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় প্রামাণিক, বাড়ি রথতলা এলাকায়।পুলিশ ও নার্কোটিক দপ্তরের কাছে খবর ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে গাঁজা পাচার হচ্ছে। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই মঙ্গলবার সন্ধ্যা থেকেই পুলিশ একের পর এক সরকারি বর্ধমানগামী বাসে তল্লাশি চালায়। শেষে রাত ন’টা নাগাদ নবাবহাট বাস স্ট্যাণ্ডে কলকাতা থেকে একটি সরকারি বাস ঢুকলে পুলিশ ও নার্কোটিক দপ্তরের যৌথ অভিযানে গাঁজার প্যাকেট সহ এক যুবককে গ্রেফতার করা হয়।
জানা যায় এই সরকারি বাসটি কলকাতা টু বর্ধমান এবং সাঁতরাগাছি থেকে উঠেছিল ওই যুবক।
পুলিশের এক আধিকারিক বলেন, ১১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বাস থেকে। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়।
Social