অর্ঘ্য ব্যানার্জী, বর্ধমানঃ করোনা পরিস্থিতির জন্য বন্ধ ছিল স্কুল এবং কলেজ। ছাত্র-ছাত্রীদের চলছিল অনলাইন ক্লাস। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয় মাধ্যমিক পরীক্ষা হবে অফলাইনে। শুক্রবার প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। এবার মেধা তালিকায় জায়গা করে নিয়েছে ১১৪ জন। এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে পরীক্ষার ৭৯ দিনের মাথায়। ফল প্রকাশিত হওয়ার পর মেধা তালিকায় বর্ধমান-২ ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের রায়পুর কাশিযারা মহিপাল সরোজিনী দেবী স্মৃতি বালিকা বিদ্যানিকেতনের ছাত্রী পায়েল দাস। সে মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৫।
এদিন তার সাফল্যের কথা শুনে সংবর্ধিত করতে পায়েলের বাড়িতে উপস্থিত জামালপুর বিধানসভার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অলক কুমার মাঝি। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান দু’নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বৈকুন্ঠপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজাদ রহমান।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাধ্যমিকের রাজ্যের নবম স্থান অধিকারী পায়েল দাস জানায়, সাফল্য পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমার এই সাফল্যে বাবা-মা ও শিক্ষিকাদের বড় অবদান রয়েছে। আমি ঘড়ি ধরে কোনোদিনই পড়াশোনা করতাম না যখন ইচ্ছা হত তখনি মন দিয়ে পড়তাম।
Social