বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে ১৬৩ নম্বর বুথে সিপিআইএম প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের প্রাক্তন কর্মচারীর বিরুদ্ধে। জানা যায় বুথেঊ ভেতরেই লাইনে দাঁড়ানো নিয়ে বচসা শুরু হয়। প্রতিবাদ করেন ওই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সিরিনা বিবি। অভিযোগ এর পরেই ওই ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শাহজাহান শেখ তাঁর দলবল নিয়ে প্রার্থীকে এবং তাঁর পরিবারের লোকজন সিপিআইএম কর্মীদের মারধর করে। অভিযোগ বহিরাগতদের এনে বিশৃংখলা তৈরি করছে তৃণমূল, তাঁর প্রতিবাদ করার জন্যই এই হামলা।
যদিও সিপিএম প্রার্থীর তোলা অভিযোগ অস্বীকার করেছে ওই এলাকার প্রাক্তন কাউন্সিলার শাহজাহান শেখ। তিনি বলেন ভোটে হেরে যাবে জেনে সিপিআইএম প্রার্থী কয়েকজনকে এনে ওই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাঁকে মারধর করা হয়নি। ঘটনার পর ওই বুথে আরও পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়।
Social