টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানে ব্যাঙ্ক ডাকাতি ঘটনায় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহে আসেন ফরেনসিক দল। উল্লেখ্য, গত ২১ জানুয়ারী ব্যাঙ্ক চালু হতেই ৬-৭ জনের এক দুস্কৃতিরা দল ব্যাঙ্কে ঢোকে। তাদের প্রত্যকেরই হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পিঠে ছিল স্কুল ব্যাগ। ডাকাতির ঘটনাটি ঘটে শহরের প্রাণকেন্দ্র কার্জনগেটের পাশে দত্ত সেন্টারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। দুস্কৃতিদের মুখ ঢাকা ছিল কাপড় দিয়ে। তাঁরা খুব অল্প সময়ের মধ্যেই প্রায় ৩৩ লক্ষ টাকা লুঠপাট করে চম্পট দেয়। এমনকি লুঠ করে পালানোর সময় ব্যাঙ্কের গেটে তালা দিয়ে যায় দুস্কৃতীরা।
কার্যতঃ এত বড় ডাকাতি ঘটনার পর সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশের তদন্তে কোনোরকম সুরাহা মেলেনি। শেষমেশ কলকাতা থেকে বৃহস্পতিবার বর্ধমানে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নমুনা সংগ্রহ করল ফরেনসিক বিভাগ। মূলত এদিন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন বিশেষজ্ঞ দল।