সেখ সামসুদ্দিন, মেমারিঃ পূর্ব বর্ধমানের মেমারি দু’ব্লকের বড়পলাশন-২ অঞ্চলের অন্তর্গত বারারি গ্রামের মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় দুই মহিলার। মৃত দুই ব্যক্তি বোহার-২ অঞ্চলের অন্তর্গত মশড়াগ্রামের বাসিন্দা বলে জানান বোহার-২ গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান রেহানা ইয়াসমিন। মৃত ব্যক্তি মালতি সব্বর (৩২) ও আশা সব্বর (৩৭)। স্থানীয় সূত্রে জানা যায় মাঠে বীজ মাথায় যাওয়ার সময় বাজ পড়ে অসুস্থ হয়ে পড়েন ওই দুই মহিলা। তাদের দুজনকে নিয়ে আসা হয় পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাদের মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। মেমারি থানার পুলিশ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অপরদিকে মাঠের কাজ সেরে ফেরার পথে পুকুরে স্নান করার সময় বাজ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। মেমারি থানার অন্তর্গত বড়র এলাকায় মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে পুকুরে স্নান করছিলেন, সেই সময় বাজ পরে। স্থানীয়রা তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই ব্যক্তির নাম পদ হেমব্রম।
Social