Breaking News

ফেলে দেওয়া কাঁচের বোতল দিয়ে শিল্পকলার কর্মশালা

টুডে নিউজ সার্ভিস, উত্তর ২৪ পরগনাঃ ফেলে দেওয়া কাঁচের বোতল শিল্প ভাবনায় এবার উঠেছে আরও মূল্যবান সম্পদ৷ রং তুলি আর শিল্প চেতনায় কাঁচের বোতল রূপ পেয়েছে অন্যান্য ভাবনায়৷ বর্তমানে এই শিল্পের চাহিদা আকাশছোঁয়া৷ ঘর সাজানো কিংবা গিফট আইটেমে পেইন্টিং করা কাঁচের বোতল শিল্প রসিকদের কাছে প্রথম পছন্দ। আর এই অনন্য ভাবনা এবার শিশুমনে বিকাশ ঘটাবে, আর তারই উদ্যোগ নিয়েছেন শিল্পী শুভ্রজিৎ বিশ্বাস।

প্রয়াত শিল্পী বাবার মৃত্যুবার্ষিকীতে কোনো লৌকিকতাকে আমল দেন নি ছেলে শুভজিৎ বিশ্বাস৷ বরং বাবার মৃত্যুবার্ষিকীতে বাবার ইচ্ছেঅনুযায়ী শিল্প ভাবনার এক বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। এদিন তিনি ছোট ছোট শিল্পীদের নিয়ে এক নতুন শিল্প-সৃষ্টির চেষ্টা করলেন।

 প্রতিবছরই বাবার মৃত্যুবার্ষিকীতে বিশেষ ধরনের কর্মশালার আয়োজন করেন শুভজিৎ বাবু৷ এবছর এই কর্মশালায় তিনি শেখালেন কাঁচের বোতলের ওপর ছবি আঁকতে। প্রায় ৫০ জন ছোট ছোট শিল্পীর হাতে তৈরি হলো এক নতুন সৃষ্টি৷ 

শুভ্রজিৎ-এর বাবা সমরজিৎ বিশ্বাস ছিলেন একজন আন্তর্জাতিক মানের চিত্রশিল্পী৷ তার ছবি শুধু দেশে নয় বিদেশেও বহুবার প্রশংসিত হয়েছে। শিল্পী সমরজিৎ বিশ্বাস চাইতেন হাবরার কর্ম কাশিপুরের প্রতিটি নতুন প্রজন্মের চোখে যেন থাকে শিল্পের ছোঁয়া৷ ছেলেকেও চেয়েছেন একজন প্রকৃত চিত্রশিল্পী হিসেবে গড়ে তুলতে৷ বাবার ইচ্ছে অনুযায়ী শুভ্রজিৎ নিজেকেও একজন চিত্রশিল্পী প্রতিষ্ঠিত করে ফেলেছেন৷ তিনি ছবি নিয়ে গবেষণা শুরু করেছেন৷ একজন সফল মানুষের ক্ষেত্রে শিল্প ভাবনা যে কত কার্যকর ভূমিকা নিতে পারে তা অজানা নয় কারোর। বাবার পথ অনুসরণ করেই শিল্পী শুভজিৎ বিশ্বাস তার গ্রামের বাড়ি কাশিপুর এলাকার প্রতিভাবান শিল্পীদের শিল্পভাবনাকে তুলে ধরতে দিয়েছে এই বিশেষ পদক্ষেপ।

তার এই প্রথাগত ছবি আঁকা শিক্ষার বাইরেও এ ধরনের শিল্পচর্চা বাড়তি আকর্ষণ জুড়িয়েছে উপস্থিত শিল্পীদের মধ্যে৷ কাঁচের বোতলের ওপর ছবি আঁকতে পেরে উচ্ছ্বসিত ছোট ছোট শিল্পীরা।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *