আশিষ কুমার ঘোষ, তারকেশ্বরঃ তারকেশ্বরে বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী স্বপন ক্ষেত্রপালের মানবিক মুখ। এবারের গাজন মেলায় লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটেছে শৈবতীর্থ তারকেশ্বরে। পূণ্যার্থীরা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধ পুকুরে স্নান করে পূন্য লাভ করে, এর পাশাপাশি মন্দির থেকে এক কিলোমিটার দূরে সাহাপুরে বাবার দিঘিতে ভক্তরা পায়ে হেঁটে স্নান করতে যান পূণ্য লাভের আশায়। বর্তমানে চলছে গ্রীষ্মের প্রচুর দাবদাহ, নেই এক ফোঁটাও বৃষ্টি। এমতাবস্থায় এ বছরও হাজার হাজার পুণ্যার্থী প্রতিদিন পায়ে হেঁটে সাহাপুর দিঘিতে স্নান করতে যাচ্ছেন পূন্য লাভের আশায়। রাস্তায় ঊষা সিনেমা তলা সংলগ্ন এলাকায় ভক্তদের জন্য খেজুর, বাতাসা,আঙুর ও জলের বোতল তুলে দিচ্ছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী স্বপন ক্ষেত্রপাল। প্রতিদিন হাসিমুখে তিনি ও তাঁর টিম এই কাজ করে চলেছেন।
এ বিষয়ে তিনি জানান বাবা মায়ের মুখ থেকে শুনে আসছি তারকেশ্বর ভোলে বাবার দুধ পুকুরের পাশাপাশি আর একটি পুকুর সাহাপুর দিঘি। ছোটবেলা থেকেই দেখে আসছি দুধপুকুরের পাশাপাশি ভক্তরা এই দিঘিতে এসে স্নান করে। বর্তমানে প্রচুর গরম, তাই আসা যাওয়ার পথে পূর্ণ্যার্থীরা যাতে কোনরকম জলের সমস্যায় না কষ্ট পান সেই লক্ষ্যেই আমার এরকম উদ্যোগ, তা আমি বিগত বেশ কিছু বছর ধরেই করে আসছি। পাশাপাশি তিনি এও জানান লকডাউন সময়ে বহু দুঃস্থ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট তুলে দিয়েছি। এলাকার গরীব মেধাবী ছেলে মেয়ে দের পড়াশোনার প্রয়োজনীয় দ্রব্য তুলে দিয়েছি বলে তিনি জানান।
Social