টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ১৬ ফেব্রুয়ারি থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাসগুলো। রাজ্যের করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গের যাবতীয় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে। বুধবার রায়না ১ নম্বর ব্লকের বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয় দেখা গেল ছাত্র-ছাত্রীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। পূর্বে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হলেও পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হতেই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্কুল গুলি।
দীর্ঘদিন পরে স্কুল ছাত্র-ছাত্রীদের স্কুলে আসার প্রথম দিনটিকে উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীরা। এদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৯৫%। এদিন দুপুরের মধ্যাহ্ন ভোজনে ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে স্পেশাল মেনু ভাত, মাংস, পোস্ত, চাটনি, পাপড় আর বোঁদে। এমনটাই জানালেন বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক শেখ ইসমাইল।
Social