পাপু লোহার, বুদবুদঃ বুদবুদের অনুরাগপুরের অনুজ সংঘের সার্বজনীন দুর্গাপূজা এবার ৩৩ বছরে পদার্পণ করল। পঞ্চমী সন্ধ্যায় অনুজ সংঘের সার্বজনীন দুর্গাপুজোর ফিতে কেটে পুজোর সূচনা করেন পানাগড় বেস্ট ক্যাম্পের আধিকরিক যুগরাজ মিনা।
এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী পিরু আলম খান সহ অন্যান্য অতিথিরা। এদিন পুজোর মন্ডপের দ্বার উদঘাটন করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুজোর উদ্যোক্তারা জানান, তারা এই পুজো গত কয়েক বছর ধরে এলাকার মহিলারা মিলে করছেন। ক্লাবের সম্পাদক অতনু বৈদ্য জানান প্রতিবছরই থাকে থিমের চমক তাদের এ বছরের থিম বেতের কারুকার্য করা মন্ডপ।
বুদবুদের অনুজ সংঘ ক্লাবের সার্বজনীন দুর্গাপুজোয় দশমীর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এক বিচিত্রা অনুষ্ঠান হয়, বিচিত্রা অনুষ্ঠানে এলাকার বাড়ির গৃহবধূ থেকে ক্লাব সদস্য সকলেই নাচে গানে মেতে ওঠেন বিজয়ার দশমীতে। কচিকাঁচারাও গানের তালে তাল মিলিয়ে নাচলো।
Social