মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি বড়, বাৎসরিক উৎসব। রাস মূলতঃ শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব।সারাদেশের সঙ্গে বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে মঙ্গলবার ৮ নভেম্বর মহাসমারোহে রাস উৎসব উদযাপিত হয়।
৮১ বছর পূর্বে ১৩৪৮ বঙ্গাব্দে এই গ্রামে প্রথম রাস উৎসবের সূচনা হয়। এদিন সকাল থেকেই উমা-গোঁসাই মন্দিরে চলে নাম সংকীর্তন। ভক্ত পুণ্যার্থীদের জন্য দুপুরে অনুষ্ঠিত হয় মহোৎসব।
পণ্ডিতপুর, হালসোত, রূপশিমূল, দৌলতপুর সন্নিহিত এইসব গ্রামগুলি ছাড়াও ভিন এলাকার বহু ভক্ত অনুরাগীরা দুপুরে খিঁচুড়ি প্রসাদ গ্রহণ করেন।