দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ অসহায় কচিকাঁচাদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিলেন কোতুলপুরের ইচ্ছে পূরণের কর্মীরা। দরিদ্র বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যখন গোটা বিশ্বের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে। এমতাবস্থায় কাজ হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে শহর থেকে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষগুলোকে। তাছাড়া আর কয়েকদিন পর খুশির ঈদ। পেটে খাবার জোটে না তার ওপর ঈদে ছেলেমেয়েদের নতুন জামা কাপড় কি করে আসবে, এমতাবস্থায় সেই সমস্ত অসহায়-কচিকাঁচাদের কথা চিন্তা করে এগিয়ে এসেছেন ইচ্ছে পূরণের কর্ণধার ফিরোজ মোল্লা।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর,জয়নগর, গোবিন্দপুর, দশরথবাটি গ্রামের ৫০ জন দুঃস্থ অসহায় গরীব কচিকাঁচাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
এছাড়াও এদিন বয়স্ক পুরুষ ও মহিলাদের হাতে নতুন বস্ত্র এবং তার সাথে সিমাই, লাচ্চা তুলে দেওয়া হয়। ঈদের আগে নতুন জামা কাপড় ও সিমাই লাচ্চা পেয়ে দারুণ খুশি।