পাপু লোহার, গলসীঃ গলসী ১নং ব্লকের চাঁকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বসে দুয়ারের সরকার শিবির। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের বিধিনিষেধ মেনেই এদিন সকলকে দুয়ারে সরকার ক্যাম্পে প্রবেশ করানো হয়। তবে সবথেকে বেশি ভিড় চোখে পড়েছে স্বাস্থ্য সাথী কার্ড ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাউন্টারে। এছাড়াও সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে তার সবই ফর্ম পাওয়া যাচ্ছে ক্যাম্প থেকে।
চাঁকতেঁতুল অঞ্চলের প্রধান অশোক ভট্টাচার্য বলেন, দুয়ারে সরকার শিবির থেকে সরকারি ২৩ প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও কৃষক বন্ধু প্রকল্পের উপর জোর দেওয়া হয়েছে এবারের শিবিরে। এই শিবিরে কৃষক বন্ধু ও ছাত্র-ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চাঁকতেঁতুল গ্রাম পঞ্চায়েত মূলত কৃষিপ্রধান হওয়ায় অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে ও তাদের পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীরা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না কিন্তু, এবারে মুখ্যমন্ত্রীর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারবে। গলসী কৃষিপ্রধান এলাকা কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছে কিন্তু অধিকাংশ কৃষকদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কারণ অধিকাংশ কৃষকের জমি তাদের নিজেদের নামে পর্চা না থাকায় এই সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, আমরা সেই সমস্ত কৃষক বন্ধুদের বলেছি জমির পর্চা নিজের নামে করিয়ে আগামী শিবিরে সেই সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা করিয়ে নিতে।
চাঁকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের সচিব জানান, দুয়ারের সরকার শিবিরে গতবারে আনুমানিক ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এবারের শিবিরেও সাধারণ মানুষ বেশ ভালোরকম সাড়া দিয়েছে। এই শিবির থেকে সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে।
Social