Breaking News

গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে সেচ্ছাশ্রম দিয়ে এক নজির সৃষ্টি করল ইলামবাজার ব্লক

মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বুধবার বিজয়া দশমী বাংলার মানুষ যখন আনন্দে মাতোয়ারা, সঙ্গে বিদায়ের বিষাদের সুর সেই সময় ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোটচক গ্রামের  জাতি-ধর্ম-বর্ণ দলাদলি নির্বিশেষে সকলে একত্রিত হয়ে গ্রামের প্রত্যেকটি ড্রেন ও রাস্তা পরিষ্কার করার সিদ্ধান্ত নিল এবং তা এদিন থেকেই শুরু করে। যখন রাজ্য ও কেন্দ্র একশো দিনের টাকা নিয়ে টানাপোড়েন চলছে সেই মুহূর্তে অর্থকে উপেক্ষা করে এই গ্রামের লোকেরা বিনা পয়সায় স্বেচ্ছাশ্রম দিয়ে শুরু করল এই কাজ। গ্রামের পক্ষ থেকে শেখ আক্তার, শেখ আব্দুল লতিফ এবং ভোলন মণ্ডল দায়িত্ব নিয়ে সকল লোককে একত্রিত করে এই কাজ শুরু করলেন। 

 ইলামবাজার ব্লক তথা জয়দেব অঞ্চলে এই প্রথম শুরু হলো বিনা পয়সায় স্বেচ্ছাশ্রমে গ্রামের সংস্কারের কাজ। যেখানে সাধারন মানুষ অর্থনৈতিক টানাপোড়েনে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারপর পুজো এবং উৎসবের একটা খরচ তো রয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে স্বেচ্ছাশ্রম দিয়ে গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশকে দূষিত না হতে দেওয়া এই সিদ্ধান্ত একটি সামাজিক দায়িত্ব বলে মনে করেছেন এই গ্রামের লোকেরা। বিনা পয়সায় অর্থ নাম নিয়ে যে কাজ করে দেখানো যায় সেটা প্রমাণ করেছেন  এই গ্রামের লোকেরা। তারা জানান গ্রামের অসংখ্য সাধারণ মানুষ রয়েছে যাদের মারা মাটির ঘরে বাস করেন গ্রামে ড্রেন পরিষ্কার না হলে জল জমে গেলে ওই ঘরগুলি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব কথা মাথায় রেখেই এবং গ্রামের পরিবেশকে সুস্থ রাখার উদ্দেশ্যে এই কর্মকান্ড। তারা এও জানান  স্বেচ্ছাশ্রম দিয়ে তারা অঞ্চলে বা ব্লক একটি মডেল গ্রাম হিসেবে পরিচিত হতে চান।

 

About Burdwan Today

Check Also

ফের দুর্ঘটনার বলি, ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাঁকুড়া পুরুলিয়া ৬০ নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনার বলি এক। মঙ্গলবার সকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *