পাপু লোহার, বুদবুদঃ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে গলসি ১নং ব্লকে বুদবুদ অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও প্রভাতফেরির মধ্যে দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ও পূর্ব বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেস সহ সভাপতি মহঃ জাকির হোসেন, রাজ্য তৃণমূল এসসি ও ওবিসি সেলের সদস্য সুন্দর পাসয়ান, বুদবুদ অঞ্চলের প্রধান শুভ্রা ভট্টাচার্য ও উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু, বুদবুদ অঞ্চলের নেতা বিনোদ শর্মা, সহ বুদবুদ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। চাকতেঁতুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের মিলন মেলায় পতাকা উত্তোলনের পর সকলের হাতে মিষ্টি বিতরণ করেন তৃণমূল কর্মীরা।
অন্যদিকে, গলসি ১নং ব্লকে চাকতেঁতুল অঞ্চল তৃণমুল কংগ্রেসের উদ্যোগে রনডিয়া ড্যামের পিকনিক স্পটের এদিন “মিলন মেলা” উৎসবের আয়োজন করা হয়। এদিন চাকতেঁতুল অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে অশোক ভট্টাচার্য। এরপর রনডিয়া ড্যামের কাছে এলাকার সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটি মিলনমলা উৎসবের আয়োজন করে চাকতেঁতুল অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘরুই, সমাজসেবী ও পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মহঃ জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া, রাজ্য তৃণমূল এসসি ও ওবিসি সেলের সদস্য সুন্দর পাসয়ান, চাকতেঁতুল অঞ্চলের প্রধান অশোক ভট্টাচার্য, চাকতেঁতুল অঞ্চলের নেতা ও কর্মীরা।
Social