টুডে নিউজ সার্ভিস, কালনাঃ এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য কমাতে কানলা সাবডিভিশনাল পুলিশের জোরদার অভিযান। সেই অভিযানে নাদনঘাট থানা এলাকা থেকে একটি বন্দুক ও চার রাউন্ড গুলি সমেত দক্ষিণ বাটি মুসলিমপাড়া এলাকার বাসিন্দা সাবির শেখকে নাদানঘাট থানা পুলিশ হেমায়েতপুর এলাকা থেকে গ্রেফতার করে। অন্যদিকে মন্তেশ্বর থানা পুলিশ মোট তিনটি বন্দুক সমেত ফায়েজ মণ্ডল ও কিবরিয়া মণ্ডল নামে আরও দুজনকে গ্রেফতার করে। আবার অপরদিকে কালনা থানা পুলিশ মালতিপুর এলাকা থেকে রহিদুল সেখ নামে এক ব্যক্তিকে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি সমেত গ্রেফতার করে।
Social