টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার বর্ধমানের ২৪ নম্বর ওয়ার্ডের রথতলা কাঞ্চননগর ডিভিসি সাইফোন এলাকায় পশুপ্রেমী সংগঠন অ্যানিমেল ওয়েল ফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রথমে বৃক্ষ পুজা ও পরে প্রায় ২০০টি বৃক্ষরোপন করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া প্রায় ১০০টি পাখি, বেশ কয়েকটি কচ্ছপ ও মাছের চারাও ছাড়া হয়।
উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দাস, অ্যানিমেল ওয়েলফেয়ারের সভাপতি তথাগত ঘোষ, অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্য অর্ণব দাস সহ এলাকার সাধারণ মানুষ জন।
তথাগত বাবু জানান, মূলত এই পরিবেশ দিবসে এই বার্তাই তুলে ধরা হয় পশুপাখি প্রাণীকে আমরা মেরে ফেলি এবং অনেকে বন্দি করে রাখে, তাদের কেউ মুক্তি দেওয়া দরকার তা না হলে আগামী দিন বন্যপ্রাণীর সংখ্যা অনেকটা কমে যাবে। তাই ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন সময় উদ্ধার হওয়া পশুপাখিদের পরিবেশে ফিরিয়ে দিয়ে দিনটি পালন করলাম।