টুডে নিউজ সার্ভিস, কালনাঃ ভুল করে ট্রেনে ফেলে আসা অফিসের ব্যাগ কয়েকঘন্টার মধ্যেই কালনা আরপিএফের তৎপরতায় ফিরে পেল কালনার যুবক। কালনার জাপট এলাকার বাসিন্দা সুমিত দাস এদিন নবদ্বীপ থেকে ট্রেনে করে ফিরছিল, কালনা স্টেশনে নামার সময় তার সাথে থাকা বাকি ব্যাগগুলো তিনি নামালেও, ল্যাপটপ এবং অফিসের কাগজপত্র সমেত একটি ব্যাগ তিনি ট্রেনে ভুল করে ফেলে চলে আসেন। সাথে সাথেই তিনি কালনা আরপিএফকে বিষয়টি জানান। কয়েক ঘন্টার মধ্যেই আরপিএফের পুলিশ আধিকারিকরা পরবর্তী স্টেশনে ফোন করে ব্যাগটি সংগ্রহ করে ওই যুবকের হাতে ফিরিয়ে দেয়। কয়েক ঘন্টার মধ্যেই হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে খুশি ওই যুবক ও তাঁর পরিবারের লোকেরা।
Check Also
সাইবেরিয়ায় কুংফু কন্যা! ‘ওয়ার্ল্ড স্কুল গেমস’-এ ব্রোঞ্জ জিতে নজরে ঈধা
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে বাংলার মেয়ের উজ্জ্বল উপস্থিতি। রাশিয়ার সাইবেরিয়ায় আয়োজিত “ওয়ার্ল্ড স্কুল …