বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। মৃত্যুর পাঁচ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলে নতুন করে তদন্ত শুরু করলো পুলিশ। ঘটনা নদীয়ার কালিগঞ্জ থানা এলাকার পলাশী-২ গ্ৰাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকার। আদালতের নির্দেশে শনিবার কালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে করব থেকে কঙ্কাল তোলা হয়। বিবরণে প্রকাশ কালিগঞ্জ থানার পলাশী-২ গ্ৰাম পঞ্চায়েতের পলাশী নতুন পাড়ার বাসিন্দা সুজাউদ্দিন সেখের সঙ্গে পলাশী জানকি নগরের বাসিন্দা রোজিপা খাতুনের বিয়ে হয়। ১৫ বছরের দাম্পত্য জীবনের ছেদ ঘটে গত ডিসেম্বর মাসে। পারিবারিক অশান্তির জেরে গৃহবধূ রোজিপা খাতুনকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর পরই দেহটি তড়িঘড়ি শ্বশুরবাড়ির লোকজন কবর দিয়ে দিলেও বিষয়টি মেনে নিতে পারেনি, রোজিপার বাপের বাড়ির লোকজন। হত্যা করে তথ্য গোপনের অভিযোগ এনে বধূ হত্যার মামলা রুজু হয়।
ঐ মামলার পরিপ্রেক্ষিতে বিচারকের নির্দেশে শনিবার কালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে আদালতের পর্যবেক্ষণে কবর থেকে লাশটি তুলে পুনরায় তদন্ত প্রক্রিয়া শুরু হল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
Social